Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৫ জুলাই, ২০১৮

হবিগঞ্জে অভিযান চালিয়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ জুলাই) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সদর উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করে। অধিদপ্তরের হবিগঞ্জের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ব্যবহার করায় সদরের বাস টার্মিনাল এলাকায় রহমানিয়া বেকারিকে ৪ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও বিক্রি এবং পোড়া তেল ব্যবহার করায় অনন্যা রেস্টুরেন্টকে ২ হাজার টাকা, আইসক্রিমে ক্ষতিকর রং ব্যবহার করায় সদরের লাখাই রোড সংলগ্ন কোকাকোলা আইসক্রিম ফ্যাক্টরিকে ৪ হাজার টাকা, ক্ষতিকর রং ব্যবহার, মেয়াদহীন পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য লুকড়া বাজার এলাকার হাবিব বেকারিকে ৫ হাজার টাকা এবং পচা ফল বিক্রির দায়ে বেবি স্ট্যান্ড এলাকার শামসু মিয়ার ফলের দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শেখ মো. আব্দুল আলী এবং জেলা পুলিশের একটি দল অংশ নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.