Sylhet Today 24 PRINT

বড়লেখায় চার ইউপি’র বেহাল রাস্তায় নাকাল বাসিন্দারা

বড়লেখা প্রতিনিধি |  ০৮ জুলাই, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় চার ইউনিয়ন পরিষদ (ইউপি’র) পাঁচটি রাস্তার বেহাল দশায় নাকাল বাসিন্দারা। রাস্তাগুলোর বিভিন্ন অংশে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

সড়কগুলো হচ্ছে, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ছোটলেখা-মোহাম্মদনগর বাজার রাস্তা, দাসেরবাজার ইউনিয়নের দাসেরবাজার ভায়া ফকিরবাজার রাস্তা, নিজবাহাদুর ইউনিয়নের কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়ক থেকে মাইজগ্রাম-মাইজগ্রাম বাজার রাস্তা ও কালিবাড়ী-নিজবাহাদুরপুর ইউনিয়ন রাস্তার জামকান্দি থেকে নয়াবাজার পর্যন্ত রাস্তা, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কাঁঠালতলী আরএইচডি আজিমগঞ্জ জিসি ভায়া তেড়াকুঁড়ি রাস্তা।

এর মধ্যে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কাঁঠালতলী আরএইচডি আজিমগঞ্জ জিসি ভায়া তেড়াকুঁড়ি রাস্তা। বছর পেরিয়ে আবারও বর্ষা এসেছে। কিন্তু ক্ষতিগ্রস্ত এ রাস্তাটির মেরামত কাজ শুরু হয়নি এখনো।

এলজিইডি সূত্রে জানা গেছে, ছোটলেখা-মোহাম্মদনগর রাস্তার ৪ কিলোমিটার এর মাঝে অন্তত ১ কিলোমিটার রাস্তা, দাসেরবাজার-ফকিরবাজার রাস্তার প্রায় ৭ কিলোমিটার রাস্তার অন্তত ৩ কিলোমিটার, কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়ক থেকে মাইজগ্রাম-মাইজগ্রাম বাজার রাস্তার ৪ কিলোমিটার রাস্তার ২ কিলোমিটার, কালিবাড়ী-নিজবাহাদুরপুর ইউনিয়ন রাস্তার জামকান্দি থেকে নয়াবাজার পর্যন্ত রাস্তার ২ কিলোমিটার, কাঁঠালতলী আরএইচডি আজিমগঞ্জ জিসি ভায়া তেড়াকুঁড়ি রাস্তা অন্তত ৪.৪০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত রয়েছে।

এদিকে এলজিইডি থেকে জানা গেছে, গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত কাঁঠালতলী আরএইচডি আজিমগঞ্জ জিসি ভায়া তেড়াকুঁড়ি রাস্তা অন্তত ৪.৪০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত রাস্তাটি উঁচু করতে মাটির কাজসহ পুনর্বাসন করতে বড় প্রকল্পের প্রয়োজন। এ জন্য রাস্তাটির কাজ করতে বিলম্ব হচ্ছে।

সরেজমিনে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো ঘুরে দেখা গেছে, রাস্তাগুলোর বিভিন্ন অংশের পিচ ও পাথর সরে গেছে। এতে তৈরি হয়েছে রাস্তায় ছোটবড় অসংখ্য গর্ত। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল বলেন, ‘ছোটলেখা-মোহাম্মদনগর রাস্তাটির লিস্ট এপ্রুভ হয়েছে। মেরামতের জন্য টেন্ডার আহবান করা হবে। দাসেরবাজার-ফকিরবাজার রাস্তাটি পরিকল্পনায় আছে। কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়ক থেকে মাইজগ্রাম-মাইজগ্রাম বাজার রাস্তা ও কালিবাড়ী-নিজবাহাদুরপুর রাস্তার জামকান্দি থেকে নয়াবাজার পর্যন্ত মেরামতের টেন্ডার সম্পন্ন হয়েছে। শীঘ্রই কার্যাদেশ দেওয়া হবে। কাজ শুরু করবে ঠিকাদার। অন্যদিকে তেড়াকুঁড়ির রাস্তাটি বন্যা পুর্নবাসনে দেওয়া হয়েছে। এটি বড় ধরণের মেরামত কাজ করতে হবে। বড় ধরণের অর্থ ব্যয়ের বিষয়। এ জন্য বিশেষ প্রকল্পের প্রস্তাব করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.