Sylhet Today 24 PRINT

মাজার জিয়ারতের মাধ্যমে আরিফের প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক |  ১০ জুলাই, ২০১৮

হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে হজরত শাহাজালাল (র.) মাজার জিয়ার করেন তিনি। এর আগে সকাল ১১টায় দলীয় প্রতীক ধানের শীষ প্রতীক বরাদ্ধ পান আরিফ।

৩০ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের ৭ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত বদর উদ্দিন আহমদ কামরান লড়বেন নৌকা প্রতীক নিয়ে। এছাড়া নাগরিক কমিটির ব্যানারে বদরুজ্জামান সেলিম পেয়েছেন বাসগাড়ী প্রতীক, মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন টেবিল ঘড়ি, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন পেয়েছেন হাতপাখা প্রতীক, সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর মই ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের পেয়েছেন হরিণ প্রতীক।
 
আজ সকালে নির্বাচন অফিস থেকে প্রতীক বরাদ্দ পেয়েই প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.