Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১১ জুলাই, ২০১৮

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ও কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ সারাদেশের গ্রেপ্তারকৃত সকল ছাত্রদল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল। পুলিশি বাঁধার মুখে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হয়।

বুধবার (১১ জুলাই) দুপুর ১২টায় শহরের পুরাতন বাস স্টেশনস্থ বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রদলের সভাপতি মো. রায়হান উদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আলফাত উদ্দিন স্কয়ারে আসতে চাইলে খামারখাল সেতুর সামনে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

এ সময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি মো. রায়হান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ শাহ, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, সদর থানা ছাত্রদলের আহবায়ক শামসুদ্দোহা প্রমুখ।

বক্তারা বলেন, সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখে আবারো ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে। অবিলম্বে বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতাকর্মীদের মুক্তি দেয়ার দাবি জানান তাঁরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.