Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে মাদক বিক্রিতে জড়িত পুলিশ সদস্য!

হবিগঞ্জ প্রতিনিধি |  ১২ জুলাই, ২০১৮

হবিগঞ্জের বাহুবল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কবির মিয়ার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ উঠেছে। এ অভিযোগ পাওয়ার পরপরই বুধবার (১১ জুলাই) সকালে তাকে বাহুবল থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী কবির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে বাহুবল উপজেলার সাতপাড়িয়া এলাকা থেকে সালাউদ্দিন (২২) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরবর্তীতে দেখা যায় মোটরসাইকেলটি বাহুবল থানার এএসআই কবির মিয়ার নামে রয়েছে। এরপর পুলিশ সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, পুলিশের এএসআই কবির মিয়ার মোটরসাইকেল নিয়ে স্থানীয় ইয়াবা ব্যবসায়ী শাহিনের কাছে সে ইয়াবা বিক্রি করে। এ ঘটনায় এএসআই কবির মিয়া নিজেও জড়িত বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরে হবিগঞ্জের পুলিশ বিধান ত্রিপুরা মাদক বিক্রির অভিযোগে এএসআই কবির মিয়াকে ক্লোজ করে পুলিশ লাইনে প্রত্যাহার করেন।

ওসি জানান, বাহুবল থানা থেকে এএসআই কবির মিয়াকে পুলিশ সুপার ক্লোজড করেছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.