Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ভারতীয় মদসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামালগঞ্জ প্রতিনিধি |  ১২ জুলাই, ২০১৮

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের তালিকাভুক্ত মাদক চোরাচালানী নুরুল হক ওরফে সোর্স নুরুলকে ভারতীয় মদের চালানসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী পুটিয়া গ্রামের মৃত জহুর মিয়ার ছেলে।


বৃহস্পতিবার (১২ জুলাই) ভোররাতে সীমান্তের ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের স্মৃতিসৌধ এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, উপজেলার ট্যাকেরঘাট স্মৃতিসৌধ এলাকা দিয়ে মদের চালান নিয়ে যাবার পথে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ইমাম হোসেনের নেতৃত্বে বিপুল পরিমাণ ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতলসহ নুরুল হককে গ্রেপ্তার করা হয়।

তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, নুরুল হক সীমান্তের তালিকাভুক্ত মাদক চোরাচালানী। তার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.