Sylhet Today 24 PRINT

আম্বরখানা গার্লস ও কলোনি বিদ্যালয়ে ইভিএমে ভোট

দেবব্রত চৌধুরী লিটন |  ১৩ জুলাই, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ৪নং ওয়ার্ডের দুইটি কেন্দ্রে ব্যবহার করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। কেন্দ্র দুইটি হল- আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ ও আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়। সিলেটটুডে টোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন সিসিক নির্বাচনের দায়িত্বে থাকা তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার সাহা।  

জেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১হাজার ৯শত ৫৭জন নারী ভোটার রয়েছেন। আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২হাজার ২শত ১২জন পুরুষ ভোটার রয়েছেন।

আগামী ৩০ জুলাই সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।   

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ মেয়র প্রার্থী ও ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ১২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেট সিটি নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন মো. আলিমুজ্জামান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.