Sylhet Today 24 PRINT

কমলগঞ্জের বনগাঁওয়ে বিদ্যুতায়নের উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৩ জুলাই, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও এ সরকারি অর্থায়নে আনুষ্ঠানিকভাবে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় সাবেক ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদ্যুতায়নের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোসাদ্দেক আহমদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতাদির হোসেন পিপিএম, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন, জেলা পরিষদ সদস্য বদরুজ্জামান সেলিম, রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমদ, মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে উপমহাব্যবস্থাপক মো. মোবারক হোসেন সরকার ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশীদ ভূঁইয়া।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে উপমহাব্যবস্থাপক মো. মোবারক হোসেন সরকার জানান, এ গ্রামে ৫ কিলোমিটার এলাকার মোট ২৮৬ গ্রাহকের সংযোগের মধ্যে শুক্রবার ১৭৬ জন গ্রাহকের সংযোগ দেওয়া হয়। এ জন্য ব্যয় হয়েছে ৭৫ লাখ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.