Sylhet Today 24 PRINT

‘সিলেটকে উন্নয়নের নগরী গড়ে তুলতে নৌকার বিজয় সময়ের দাবি’

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৮

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকবৃন্দ তাদের যোগ্য মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে নির্বাচিত করতে হবে। সিলেট নগরীকে একটি উন্নয়নের নগরী হিসেবে গড়ে তুলতে নৌকার প্রার্থী কামরানকে ভোট দিয়ে নির্বাচিত করা সময়ের দাবি।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী   রোববার (১৫ জুলাই) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার পালবাড়ী চৌমুহনী রাস্তার মোড়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নৌকা প্রতীকের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান জাহাঙ্গীর ও যুবলীগ নেতা মাহবুবুল ইসলাম মিসলুর যৌথ পরিচালনায় আয়োজিত জনসভায় মাহমুদ উস সামাদ চৌধুরী দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদেরকে তিনি নিজ নিজ অবস্থান থেকে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত বাসিন্দাদের কাছে গিয়ে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করার আহবান জানান।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপাশি বিগত স্থানীয় নির্বাচনগুলো অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন উল্লেখ করে মাহমুদ উস সামাদ চৌধুরী জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ও দেশের উন্নয়ন স্বার্থে নৌকার বিজয় নিশ্চিত করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা হাতকে আরো শক্তিশালী করার জন্য আহবান জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ নেওয়াজ, আব্দুল আউয়াল কয়েছ, নূরুল ইসলাম খোকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলাতাউর রহমান রুনু, উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুর রহমান রুমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, আওয়ামী লীগ নেতা জুবেদ আহমদ চৌধুরী শিপু, শাহজালাল সরকারখানা সিবিএ’র সভাপতি সালেহ আহমদ, সাধারণ সম্পাদক রায়হান খন্দকার, আওয়ামী লীগ নেতা প্রবাসী বেলায়েত হোসেন খান, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  মঈন উদ্দিন আহমদ, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান আহমদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান আহমদ, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ডি.এম ফয়সল, বঙ্গবন্ধু পরিষদের নেতা ময়নুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবুল কালাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান সুজন, যুবলীগ তৈয়িবুর রহমান শাহীন, পারভেজ আহমদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু মিয়া, ৯০মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক নেতা শিশির সরকার, চা-শ্রমিক নেতা শফিক আলী মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন দেবনাথ, যুবলীগ নেতা রাসিক আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মমিনুল হাসান, সহ সভাপতি দেবব্রত পাল দ্বীপ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি জুবের আহমদ সনি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.