Sylhet Today 24 PRINT

আওয়ামী সরকারের আমলেই চা শিল্পের গুণগত মান বেড়েছে: মোমেন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৬ জুলাই, ২০১৮

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এ সরকারকে আবারো ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বর্তমান সরকার দেশ ও জাতির উন্নয়নে কাজ করছে। বিশ্বের বুকে বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্রে পরিণত করতে সকল প্রকার উন্নয়নশীল কাজ করছে আওয়ামী সরকার। চা শিল্প সহ প্রতিটি শিল্পের উন্নতি হচ্ছে। পূর্বের তুলনায় বর্তমানে আওয়ামী সরকারের আমলেই চা শিল্পের গুণগত মান বেড়েছে। এক শিল্পকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করে আসছে।

সোমবার (১৬ জুলাই) শ্রীমঙ্গল ট্রি প্লান্ট এন্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর চা নিলাম কেন্দ্র পর্যবেক্ষণ শেষে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন পাহাড়ি টি কোম্পানির পরিচালক সৈয়দ মনির, সবুজ টি কোম্পানি লি. চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী হারুন, ইস্পাহানী টি কোম্পানির জিএম গোলাম মোস্তফা, সৈয়দ মনসুর, আব্দুল কালাম চৌধুরী, এম. নজমূল হোসেন, মো. আজিজ প্রমুখ।

এসময় সেনাবাহিনী, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এবছর শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে পূর্বের চেয়ে ১০/১৫ টাকা বেশী দামে প্রায় ১৮ লক্ষ কেজি চা পাতা বিক্রি হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.