Sylhet Today 24 PRINT

ছাতক সিমেন্ট কারখানা শ্রমিকদের আনন্দ মিছিল

ছাতক প্রতিনিধি |  ১৬ জুলাই, ২০১৮

জাতীয় মজুরী স্কেল ২০১৫ বাস্তবায়নের ঘোষণা দেয়ায় ছাতক সিমেন্ট কারখানা সিবিএ’র উদ্যোগে আনন্দ মিছিল, আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করেছেন শ্রমিকরা।

সোমবার (১৬ জুলাই) কারখানার ১নং ফটক থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে ট্রান্সপোর্ট ঘাটে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, শ্রমিক বান্ধব শেখ হাসিনা সরকার শ্রমিক ও শ্রমিক পরিবারের কল্যাণে অত্যন্ত আন্তরিক। বিলম্ব হলেও শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার জাতীয় মজুরী স্কেল ২০১৫ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবী মেনে নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী পরিষদের সকল সদস্যদের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর পাশাপাশি আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সেক্টর করপোরেশন সমবায় পরিষদের আহবায়ক ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক খান সিরাজ, সেক্টর কর্পোরেশন সমবায় পরিষদের যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাট্রিজ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি এম কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ নূরুল হাদীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান বক্তারা।

সিবিএ সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুল বক্তব্য রাখেন- সিবিএর সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ।

এতে আরো বক্তব্য রাখেন- সিবিএ’র সহ সভাপতি একলু মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, কোষাধ্যক্ষ মাখন কুমার দাস, কারখানা ইন্সটিটিউটের সভাপতি দ্বিজবর চন্দ মজুমদার, কারখানা সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কাজল, সিবিএ’র ক্রীড়া সম্পাদক কৃপেশ চন্দ্র দাস, প্রচার সম্পাদক মফিজুর রহমান শাহীন, কার্যনির্বাহী সদস্য আব্দুল হেকিম, কছির আলী, আব্দুল্লাহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.