Sylhet Today 24 PRINT

বন্যার ক্ষতিগ্রস্ত অটিস্টিক শিশু বিদ্যালয়কে নগদ অর্থ অনুদান

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৬ জুলাই, ২০১৮

বন্যার ক্ষতিগ্রস্ত মৌলভীবাজারের অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের স্কুল ব্লুমিং রোজেস অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশু বিদ্যালয় মেরামতের জন্য সদর উপজেলার শমশেরগঞ্জ এলাকার লন্ডন প্রবাসী সোয়েব রহমানের পারিবারিক উদ্যোগে ৬৭ হাজার টাকা নগদ অর্থ অনুদান দেওয়া হয়েছে।

সোমবার (১৬ জুলাই) দুপুরে সদর উপজেলার বড়হাটে স্কুলে এ টাকা হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক, অভিভাবক, শিক্ষকসহ ছাত্রছাত্রীরা।

উল্লেখ্য ২০০৬ সালে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় একটি কক্ষে ১১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশু বিদ্যালয়। পরে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকায় ২০১২ সালে স্কুলটি সদর উপজেলা (বড়হাট) সংলগ্ন একটি ভাড়া টিনসেড ভবনের ৪টি কক্ষে স্থানান্তর করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.