Sylhet Today 24 PRINT

হয় নির্বাচন করবো, নয় প্রতিবাদ করবো: আরিফের হুশিয়ারি

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুলাই, ২০১৮

পুলিশ বাড়াবাড়ি করলে হয় নির্বাচন করবো, নতুবা অন্যায়ের প্রতিবাদ করবো- এমন হুশিয়ারি দিয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

আজ (মঙ্গলবার) দুপুরে নগরীর ঝর্ণারপাড় এলাকায় গণসংযোগকালে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে এমন হুশিয়ারি দেন আরিফ।

আরিফ বলেন, পুলিশ ফোন করে আমার এজেন্টদের তালিকা চাইছে। এটা তাদের দায়িত্ব নয়। আমি পুলিশকে বাড়াবাড়ি না করতে বলবো। এই সিলেটকে কোনো অন্যায় সহ্য করা হবে না। প্রয়োজনে রক্ত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবো।

তিনি বলেন, সিলেট গাজীপুরের মতো হবে না। সিলেটকে গাজীপুর মার্কা নির্বাচন করার চেষ্টা করবেন না।

তবে, আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের দাবি, সিলেটে রাজনৈতাক সহাবস্থান রয়েছে। ছোটখাটো কিছু অভিযোগ থাকলেও এখানে শান্তিপুর্ণ পরিবেশেই প্রচার প্রচারণা চলছে।

কামরান বলেন, রাতে আমার পোস্টার টানালেই সকাল হওয়ার আগেই কারা যেনো ছিঁড়ে ফেলে। এরকম কিছু ছোটোখাটো অভিযোগ আছে। তবে তুলনামুলক সিলেটের পরিবেশ অনেক ভালো।

নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস এসোসিয়েশন আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কামরান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.