Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বনরুই উদ্ধার, সিলেটের সংরক্ষিত বনে অবমুক্ত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৮ জুলাই, ২০১৮

সুনামগঞ্জের তাহিরপুরে মহাবিপন্ন প্রাণী ‘বনরুই’ এর সন্ধান মিলেছে। মঙ্গলবার (১৭ জুলাই) সকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বাঁশতলা গ্রাম হতে প্রাণীটিকে উদ্ধার করে স্থানীয় বন বিভাগে।

পরে মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের খাদিম নগরে থাকা সংরক্ষিত বনে বনরুইটিকে অবমুক্ত করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে মেঘালয় পাহাড় থেকে খাদ্যেও সন্ধানে নেমে এসে উপজেলার সীমান্তবর্তী বাশঁতলা গ্রামের চান মিয়ার বসতঘরে ঢুকে বনরুইটি মাটি খুঁড়ছিল।

পরে পরিবারের লোকজন মাটি খুঁড়ার শব্দ পেয়ে কৌশলে বনরুইটিকে আটক করে  স্থানীয় বন বিভাগের হাতে হস্তান্তর করেন।

সুনামগঞ্জ বনবিভাগের তাহিরপুরের ধলইরগাঁও বিট কর্মকর্তা বীরেন্দ্র কিশোর রায় জানান, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মনিরুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় খাদিম নগর সংরক্ষিত বনে বিলুপ্ত প্রায় বড় আকৃতির ওই বনরুইটি অবমুক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.