Sylhet Today 24 PRINT

সিলেটে পুলিশ-ছাত্রলীগের হামলায় সাংবাদিক আহত

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৮

প্রথম আলো

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত হয়েছেন প্রথম আলোর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিসবাহ উদ্দিন।

সোমবার (৩০ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।

ছাত্রলীগের কিছু কর্মী নগরীর ১৭নং ওয়ার্ডের আম্বরখানা দরগাহ গেইট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিচ্ছিলেন। মিসবাহ এ সময় এই জাল ভোটের ছবি তুলছিলেন। তখন ছাত্রলীগের কর্মীরা তাঁর মোবাইল ফোন কেড়ে নেন। এরপর সেখানে পুলিশ এসে তাঁকে বেধড়ক পেটায়।

এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের কয়েকজন সদস্য মিসবাহকে পেটান। ছাত্রলীগকর্মীরাও এ হামলায় অংশ নেয়। হামলায় মিসবাহর পিঠ ও ডান হাতের কিছু অংশ ফেটে যায়।

পুলিশ পেটানোর পর ছাত্রলীগের কর্মীরা মিসবাহর মোবাইল ফোন থেকে জাল ভোট দেওয়ার ভিডিও মুছে ফেলে পরে তা ফেরত দেন।

হামলায় আহত মিসবাহকে দ্রুত সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন সেখানে চিকিৎসাধীন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ বিষয়ে বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমরা দুঃখিত। খোঁজ নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.