Sylhet Today 24 PRINT

নির্বাচন বাতিলের দাবিতে সিলেটে বাম জোটের বিক্ষোভ আজ

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জুলাই, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট ডাকাতি অভিযোগে নির্বাচন বাতিলের দাবিতে আজ মঙ্গলবার সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট।

সোমবার (৩০ জুলাই) জোটের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বাম গণতান্ত্রিক জোটের নেতা সিপিবি সিলেট জেলার সভাপতি হাবিবুর ইসলাম খোকা, সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক উজ্জ্বল রায় এবং বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর এক বিবৃতিতে জানান, ৩০জুলাই অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নানা পন্থায় ভোট কারচুপির প্রেক্ষিতে সোমবার (৩১ জুলাই) বেলা ১২টার দিকে জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার নিকট নির্বাচন স্থগিত ঘোষণার জন্য লিখিত আবেদন জানান। কিন্তু রিটার্নিং কর্মকর্তা তাৎক্ষণিক ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় সিলেট সিটি কর্পোরেশনের এই নির্বাচনে ভোট ডাকাতির এই নির্বাচন বাতিল করে পুন:নির্বাচনের দাবিতে মঙ্গলবার বিকেল ৫টায় সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.