নিজস্ব প্রতিবেদক | ০১ আগস্ট, ২০১৮
আমরা কেউ আওয়ামী লীগ করতে পারি, কেউ বিএনপি- কিন্তু এটা আমাদের বড় পরিচয় নয়। আমাদের বড় পরিচয়- আমরা সবাই সিলেটি। সিলেটে এই রাজনৈতিক সম্প্রীতি আছে।
এমনটি বলেছেন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের ফলাফল এগিয়ে থাকা মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
নির্বাচনের ফলাফলে বিজয় প্রায় নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে সিলেটে রাজনৈতিক সম্প্রীতির কথা উল্লেখ করে এমনটি বলেন তিনি।
এসময় অন্য মেয়র প্রার্থীদের সহযোগিতা কামনা করে আরিফ বলেন, আমরা মিলেমিশে সবাইকে সাথে নিয়ে সিলেটকে এগিয়ে নিতে চাই।
তিনি বলেন, আমি আগেই বলে দিয়েছি নগরীতে কোনো বিজয় মিছিল হবে না। কেননা এই বিজয় নগরবাসীর, এই বিজয় গণতন্ত্রের। জনগণ রায় দিয়েছেন। জনগণের প্রত্যাশার পূরণে আল্লাহ যেনো আমাকে সাহায্য করেন এবং আমি নগরবাসীকে যে ওয়াদা দিয়েছি সে ওয়াদা যেনো আমি রাখতে পারি আল্লাহ আমাকে সেই শক্তি দিক।
এর আগে মঙ্গলবার (৩১ জুলাই) জোহরের নামাজের পর হযরত শাহজালাল (র.) এর মাজারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন আরিফুল হক চৌধুরী।