Sylhet Today 24 PRINT

তাহিরপুরে চার লাখ টাকার ভারতীয় মদ জব্দ

তাহিরপুর প্রতিনিধি |  ০৮ আগস্ট, ২০১৮

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে চারটি পৃথক অভিযান চালিয়ে বিজিবি প্রায় চার লাখ টাকার ভারতীয় মদের চালান জব্দ করেছে। তবে এ অভিযানে আটক হয়নি কোন মাদক চোরাচালানী।

বুধবার (৮ আগস্ট) এ সকল মদের চালান জব্দ করা হয়।

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান পিবিজিএম (পিএসসি) বুধবার  জানান, তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির বিজিবির টহল দল বাঁশতলা এলাকা থেকে ৪৭ বোতল ও রঙ্গুছড়া থেকে ২২ বোতল ভারতীয় অফিসারস চয়েজ মদের বোতল জব্দ করেছে। উপজেলার বীরোন্দ্রনগর কোম্পানি সদরের বিজিবির টহল দল পৃথক অভিযানে সীমান্তের রঙ্গুছড়া থেকেই ৪৭ বোতল ভারতীয় অফিসারস চয়েজ মদেও বোতল জব্দ করেছে।

অপরদিকে উপজেলার টেকেরঘাট কোম্পানি সদরের বিজিবির টহল দল টেকেরঘাট এলাকা থেকে ৯৭ বোতল ভারতীয় অফিসারস চয়েজ মদের বোতল জব্দ করেছে। এছাড়াও পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা বিওপির বিজিবির টহল দল সীমান্তের চেংবিল এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় অফিসারস চয়েজ মদের বোতল জব্দ করেছে। বিজিবির দাবি জব্দকৃত ২৬১ বোতল মদের মূল্য প্রায় ৩ লাখ ৯১ হাজার ৫’শ টাকা।

এদিকে বিজিবির চারটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকের চালান জব্দ করা হলেও এসব মাদক চোরাচালানের সাথে জড়িত কাউকেই বিজিবির সদস্য আটক করতে পারেনি বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.