Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে: নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৯ আগস্ট, ২০১৮

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পরে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন যাত্রী। বৃহস্পতিবার (৯ আগস্ট) সকালে দক্ষিণ সুনামগঞ্জের ডাবর সেতুর কাছে এ ঘটনা ঘটে। নিহতের নাম আবু বকর (৫২)। তিনি জেলার দিরাই উপজেলার জগদ্দল গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা লিমন পরিবহণের একটি বাস সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় বাসটির ছাদে অতিরিক্ত মালামাল বোঝাই ছিলো। এমতাবস্থায় বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় দক্ষিণ সুনামগঞ্জের ডাবর সেতুর পূর্ব পাশে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পরে যায়।

এসময় ঘটনাস্থলেই আবু বক্কর সিদ্দিক নামের ঐ যাত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় তিনজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। অন্য আহত দুই আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ঢাকা থেকে সুনামগঞ্জগামী লিমন পরিবহন একটি যাত্রীবাহী উল্টে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.