Sylhet Today 24 PRINT

বিজয়কে বিতর্কিত করতেই ছাত্রদল নেতা খুন: আরিফ

নিজস্ব প্রতিবেদক |  ১২ আগস্ট, ২০১৮

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আমার বিজয়কে বিতর্কিত করতেই একটি স্বার্থান্বেষি মহলের ইন্ধনে ছাত্রদল নেতা ফয়জুল হক রাজুকে হত্যা কারা হয়েছে।

রোববার (১২ আগস্ট) দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাজুর মরদেহ দেখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। এই হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারও দাবি করেন আরিফুল।

এসময় মর্গের সামনে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীরা ছাত্রদলের সিলেট জেলা ও মহানগর কমিটির বিলুপ্তি দাবি করেন।

শনিবার রাতে নগরীর কুমারপাড়ায় আরিফুল হকের বাসার সামনে ছাত্রদলের প্রতিপক্ষ গ্রুপের গুলিতে খুন হন জেলা ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু। সন্ধ্যায় সিটি নির্বাচনের ফলাফল ঘোষণার পর আরিফুল হকের বিজয় মিছিল শেষে এ হামলার ঘটনা ঘটে। এতে আরো দুই ছাত্রদল নেতা আহত হন।

এদিকে, রাজুর প্রথম জানাজা আজ রোববার বিকাল ৩টায় শাহজালাল উপশহরের এ ব্লক জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম। এছাড়া দ্বিতীয় জানাজা আজ বাদ এশা মৌলভীবাজার জেলার রাজনগর থানার ফতেপুর ইউনিয়নের শাহপুর গ্রামে  দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.