Sylhet Today 24 PRINT

কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় সরকারি হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের উল্লাস

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৩ আগস্ট, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় (ডিগ্রি কলেজ) সরকারি হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উল্লাস চলছে।

একসাথে দেশের ২৭১টি কলেজের সাথে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়কে সরকারি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে ধন্যবাদ জানান অনেকেই।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় সরকারি হওয়ায় পুরো উপজেলার মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। খুশির খবরে মিষ্টি বিতরণ হয়েছে বিভিন্ন জায়গায়।

কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা জানান, দীর্ঘ প্রতীক্ষিত এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলাম আমরা। কলেজটি সরকারি ঘোষণা করায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা খুবই আনন্দিত। সরকারিকরণের ঘোষণার পরপরই কলেজের ৩৫ জন শিক্ষকের মাঝে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। কলেজে শিক্ষক-শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.