Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ছাত্র ইউনিয়নের সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৬ আগস্ট, ২০১৮

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের ২৬তম জেলা সম্মেলনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ, অসাম্প্রদায়িক-বিজ্ঞানভিত্তিক, গণধারার শিক্ষার দাবি নিয়ে সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকালে মৌলভীবাজার এম সাইফুর রহমান মিলনায়তন প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতা ও সিপিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ। পরে শহরে শোভাযাত্রা বের করা হয়।

দুপুরে এম সাইফুর রহমান মিলনায়তনে জেলা সংসদের সভাপতি প্রশান্ত দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি জিলানী শুভ, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মো. রইসুজ্জামান, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রনি পাল, কুলাউড়া উপজেলা সংসদের সভাপতি ফয়জুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা সংসদের সভাপতি সীমান্ত পাল, মৌলভীবাজার শহর সংসদের সভাপতি পিনাক দেব, মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সভাপতি তপন দেবনাথ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজের সভাপতি রেহনুমা রুবায়েত ও পতনঊষার আঞ্চলিক কমিটির আহবায়ক জ্যোতিষ মোহান্ত।

সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনের মাধ্যমে পরবর্তী নতুন জেলা কমিটি নির্বাচিত করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.