Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে গীতা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৯ আগস্ট, ২০১৮

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মৌলভীবাজার জেলা কার্যালয়ের অধীনে কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়িতে গীতা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমলেন্দু দেব রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা পপি গোস্বামী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মৌলভীবাজার জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার আব্দুল লতিফ বিশ্বাস, মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অধ্যাপক মোহন চন্দ্র দেব, কমলগঞ্জ মহিলা গীতা সংঘের সভানেত্রী অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি প্রণয় দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ, সাবেক সভাপতি মধুসূদন পাল, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গীতা ও নৈতিক শিক্ষাই পারে সমাজে একজন প্রকৃত মানুষ গড়ে তোলতে। এক্ষেত্রে সর্বাগ্রে গীতা শিক্ষার প্রতি গুরুত্বারোপ করতে হবে। গীতা সংবিধানের ধারাবাহিকতায় জীবন অতিবাহিত করতে পারলেই মানবজীবন সার্থক ও সুন্দর হবে। কেননা গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী।
জাগ্রত সুশীল সমাজ বিনির্মাণে শ্রীমদ্ভগবত গীতার বিকল্প নাই। দেশ, জাতি ও সমাজকে আলোকিত করতে হলে, নতুন প্রজন্মকে গীতার জ্ঞানের আলোয় উজ্জীবিত করতে হবে। প্রত্যেকে নিজেদের সন্তানদেরকে স্বধর্ম শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে এগিয়ে আসতে হবে।

আলোচনা শেষে গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে শ্রীমদ্ভগবত গীতা ও খাতা বিতরণ করা হয়। সবশেষে উপস্থিত সকলকে আপ্যায়ন করানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.