Sylhet Today 24 PRINT

বনফুলসহ হবিগঞ্জের ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৯ আগস্ট, ২০১৮

হবিগঞ্জের বনফুল ফুড প্রোডাক্টসহ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৯ আগস্ট) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ এই অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, অভিযানে বিভিন্ন বেভারেজ ও পানীয় পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় শহরের বাণিজ্যিক এলাকার বনফুল ফুড প্রোডাক্টসকে ৫ হাজার টাকা ও মেসার্স শরীফ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও স্টেডিয়াম এলাকায় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাবার তৈরির অপরাধে সিটি ফ্রাইড চিকেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় কোরবানির ঈদকে সামনে রেখে বিভিন্ন মসলা কারখানায় তল্লাশি চালানো হয়। অধিদপ্তরের পক্ষ থেকে ভেজাল ও নিম্নমানের মসলা বিক্রি না করার জন্য কারখানা মালিকদের সতর্ক করে দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.