Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০১৮

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আলম (২০) নামে এক ডাকাতকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার (২০ জুলাই) ভোরে শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

আটক জানে আলম লাখাই উপজেলার সিংহগ্রামের কাছুম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে সুরাবই গ্রামের আব্দুল করিমের বাড়িতে ১০-১২ জনের একদল ডাকাত হানা দেয়। আব্দুল করিম, তার স্ত্রী এবং ৪ সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটে করে তারা। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন রাবিয়া খাতুন (৪০)।

পরবর্তীতে ওই পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করেন। এ সময় জানে আলমকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।

আহত রাবিয়াকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, স্থানীয় জনতা এক ডাকাতকে পুলিশে সোপর্দ করেছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.