Sylhet Today 24 PRINT

সিলেটে কোথায় কখন ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক |  ২১ আগস্ট, ২০১৮

বুধবার পালিত হবে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ঈদের দিনের শুরুতে সিলেটের বিভিন্ন মসজিদ, ঈদগাহ ও মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামায়াত।

ইতোমধ্যে প্রস্তত করা হয়েছে ঈদের জামাতের স্থানগুলো। যথারীতি এবারও ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। সোমবার মহানগর পুলিশ কর্তৃপক্ষ শাহী ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন।

আসুন জেনে নেওয়া যাক সিলেটের প্রধান প্রধান ঈদ জামায়াতগুলো কোথায় কখন অনুষ্ঠিত হবে।

ঐতিহাসিক শাহী ঈদগাহ: সিলেটে প্রতিবারের ন্যায় ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮ টায়। জামাতে ইমামতি করবেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। জামাতের পূর্বে ওয়াজ করবেন, মুফতি মাওলানা রশিদুর রহমান ফারুক শায়খে বরুনা।

হযরত শাহজালাল (রহ:) দরগাহ:  ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়।

আলীয়া মাদ্রাসা মাঠ : সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন এর উদ্যোগে সকাল পৌনে ৮ টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।

কুদরত উল্লাহ জামে মসজিদ : সকাল ৭টা, ৮টা ও ৯টায় ঈদুল আযহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

শেখ মৌলভী ওয়াকফ স্টেট জামে মসজিদ মাছিমপুর: ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়।
গৌসুল উলূম জামেয়া ইসলামিয়া পশ্চিম পীর মহল্লা : সকাল পৌনে ৮ টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।

সিলাম শাহী ঈদগাহ : দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহে ঈদুল আযহার ১ম জামাত সকাল ৭ টায় এবং ২য় জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.