Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ভিশন ২০২১ ও এসডিজি ২০৩০ বাস্তবায়ন সংক্রান্ত সভা

তাহিরপুর প্রতিনিধি |  ২৯ আগস্ট, ২০১৮

তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ভিশন ২০২১ ও এসডিজি ২০৩০ বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। সভায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি কর্মকর্তা ও আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দেব। উপস্থিত আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আব্দুছ ছালাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি আলী মর্তূজা, নুরুল আমিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি বাবরুল হাসান বাবলু, প্রধান শিক্ষক মুদাচ্ছির আলম সুবল, শফিকুল ইসলাম দানু, মুজিবুর রহমান, অজয় কুমার দে, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল জলিল তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সমাজ সেবক সেলিম আখঞ্জি প্রমুখ।

সভায় বক্তারা উপজেলার মাহারাম নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করাসহ বালু উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া, বৌলাই ও যাদুকাটা নদী খননের বিষয়ে জেলা প্রশাসনের সুষ্ঠু তদারকি, উপজেলার যে সমস্ত গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই সে সমস্ত গ্রামে বিদ্যালয় স্থাপন, উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শূন্য পদে শিক্ষক নিয়োগ, তাহিরপুর বাজারের রাস্তাটি সংস্কার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শূন্য পদে চিকিৎসক নিয়োগ, বোরো ফসলী হাওরগুলোতে যথাসময়ে হাওর থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা ও যথাসময়ে বাঁধ নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.