Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে র‍্যালি

বানিয়াচং প্রতিনিধি |  ০২ সেপ্টেম্বর, ২০১৮

বানিয়াচংয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী পালিত হয়েছে।

রোববার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় এ উপলক্ষে গীতা সংঘের উদ্যোগে হাসপাতাল সংলগ্ন বুড়া শিববাড়ি থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা (র‌্যালি) বের করা হয়।

শোভাযাত্রাটি হাসপাতাল পয়েন্ট হয়ে নতুন বাজার, ৫/৬নং বাজার, বাবুর বাজার, বড়বাজার, উপজেলা পরিষদ হয়ে প্রায় ১০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে পুনরায় একই জায়গায় এসে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক।

শোভাযাত্রায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, হিন্দু মহাজোটসহ বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক সনাতন ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

হিন্দু ধর্মাবলম্বীদের মতে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষে মহা অবতার ভগবানরুপে জন্মগ্রহণ করেছিলেন। মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের ভাবধারা ও আদর্শ। মানবজাতিকে রক্ষার জন্যই আবির্ভাব ঘটে ভগবান শ্রীকৃষ্ণের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.