Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের কর্মশালা

বানিয়াচং প্রতিনিধি |  ০৯ সেপ্টেম্বর, ২০১৮

জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের মানবাধিকার বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ সেপ্টেম্বর) জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে হবিগঞ্জ জেলা ও পার্শ্ববর্তী কয়েকটি উপজেলা থেকে প্রায় ২৫ জন সাংবাদিক এতে অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিনিয়র রিপোর্টার খায়রুজ্জামান কামাল ও বাংলাভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ (সিনিয়র নিউজ রুম এডিটর) নাসরিন গীতি।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাবেল প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মধ্যে সদনপত্র বিতরণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার সম্পাদক শাবান মিয়া, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী। কর্মশালার সার্বিক সহযোগিতায় ও সঞ্চালনায় ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন।

কর্মশালায় প্রশিক্ষণ নেন ডেইলি ট্রাইব্যুনাল প্রতিনিধি মুজিবুর রহমান, বাংলাদেশের খবর প্রতিনিধি ফয়সল চৌধুরী, এশিয়ান টিভির প্রতিনিধি এসএম সুরুজ আলী, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি সুকান্ত গোপ, বাংলা টিভির প্রতিনিধি কাজল সরকার, যুগান্তর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, সমকাল পত্রিকার বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, দৈনিক ইত্তেফাক পত্রিকার বানিয়াচং সংবাদদাতা সর্দার আজিমুল হক স্বপন, সিলেটভিউর বানিয়াচং প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক প্রভাকরের সহযোগী সম্পাদক সহিদুর রহমান, চিফ রিপোর্টার আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, সাংবাদিক ছিদ্দিকী হারুন, খোয়াইর স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, এশিয়ান টিভির সদর (দক্ষিণ) প্রতিনিধি এম এ আজিজ সেলিম, জননীর স্টাফ রিপোর্টার এএম শাহ আলম, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মামুন চৌধুরী, সমাচারের স্টাফ রিপোর্টার জাহেদ আলী মামুন, এনটিভি নবীগঞ্জ প্রতিনিধি তছনু চৌধুরী, প্রবাস বাংলাটিভির প্রতিনিধি ছনি চৌধুরী, আজকের হবিগঞ্জের স্টাফ রিপোর্টার এনামুল হক সায়েম ও প্রতিদিনের বাণীর ফয়সল মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.