Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে সিএনজি স্ট্যান্ড নিয়ে সংঘর্ষ, সালিশে আপোষ

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

নবীগঞ্জে দুই সিএনজি স্ট্যান্ডের বিরোধে সংঘর্ষ, দোকানপাট ভাঙচুরের ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আপোষে সম্মতি দিল উভয় পক্ষ।

শনিবার নবীগঞ্জ থানা কমপ্লেক্স প্রাঙ্গণে সকল গ্রামের বিশিষ্ট লোকজনদের নিয়ে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অনুষ্ঠিত বৈঠকে রাজাবাদ, রাজনগর ও আনমনু গ্রামের লোকজন মতামত দিলেও অপর পক্ষ তিমিরপুর ও চরগাঁও গ্রামের লোকজন জানিয়েছিলেন তারা সোমবার গ্রাম্য বৈঠকের পর তাদের মতামত জানাবেন।

বুধবার বেলা ২টায় এরই প্রেক্ষিতে উপজেলা পরিষদের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসানকে সালিশের মতামত দেন পূর্ব তিমিরপুর, পশ্চিম তিমিরপুর এবং চরগাঁওসহ কয়েকটি গ্রামের লোকজন।

এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ৬নং কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী মুছা, কাউন্সিলর মো. আলাউদ্দিন, সাবেক মেম্বার ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি ছাদ উল্লাহ সাবেক মেম্বার বশির আহমেদ চৌধুরী, বিশিষ্ট মুরব্বি তৌহিদুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী নীলু, মো. আলতা মিয়া, শেখ নূর উদ্দিন আহমেদ, মো. শওকত আলী, শেখ আবুল মিয়া, হাজি স্বরাজ মিয়া, হাজ্বি ছালেক মিয়া তালুকদার, বর্তমান ইউপি সদস্য মো. ভূট্টো মিয়া, আবু ইউসুফ, সাবেক মেম্বার হারুন মিয়া তালুকদার, এনাম উদ্দিন, আব্দুল হাকিম, সাজ্জাদুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.