Sylhet Today 24 PRINT

নগরীতে মোবাইল কোর্টের অভিযানে মোটরযান আইনে ৮ মামলা, জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

সড়কে শৃঙ্খলা ফেরাতে নগরীর শাহজালাল সেতু এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে এ অভিযান চালানো হয়।

এ অভিযানে মোটরযান আইনে ৮ টি মামলা দায়ের করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে যানবাহন চালকদের কাছ থেকে ৬ হাজার ৫শ' টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া জানান, বেশিরভাগক্ষেত্রেই মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়। মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকা, চালকের লাইসেন্স ও হেলমেট না থাকা, ৩ জন আরোহী নিয়ে চড়ার কারণে মোটর সাইকেল চালকদের মামলা ও জরিমানা করা হয়।

এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় কিছু অটোরিকশা ও অতিরিক্ত পণ্য পরিবহনের জন্য কিছু পিক-আপ চালকের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয় বলে জানান তিনি।

অভিযানকালে বিআরটিএ'র মোটরযান পরিদর্শক মো. জমির উদ্দিন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.