Sylhet Today 24 PRINT

কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি (অনার্স) ভবনের উদ্বোধন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট এই ভবনের উদ্বোধন করা হয়।

শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়ার সভাপতিত্বে ও প্রভাষক নার্গিস আক্তার পলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহন চন্দ্র দেব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, মৌলভীবাজার এর সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম খান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মঞ্জুশ্রী রায়, অধ্যক্ষ নুরুল ইসলাম, অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, প্রভাষক রায়হান সেলিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম রাজ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.