Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ইজিবাইক চলাচল বন্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

শহরে দিনব্যাপী মাইকিং করে চালক ও মালিকদের ইজিবাইক নিয়ে রাস্তায় না নামার জন্য নির্দেশনা দিয়েছে সুনামগঞ্জ পৌরসভা। হাইকোর্টের এক আদেশের প্রেক্ষিতে ইজিবাইক চালানো শহরে নিষিদ্ধ করা হয়েছে বলে জানায় পৌরসভা।

রোববার থেকে শহরে প্রায় শতাধিক সিএনজি গাড়ি নামানো হচ্ছে বলেও জানা গেছে।

সুনামগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০৮ সাল থেকে শহরে ইজিবাইক চলাচল শুরু হয়। প্রতি বছর বাড়তে থাকে এই যানবাহন। ফলে এই বাহনের দাপটে বন্ধ হয়ে যায় রিকশা। প্রথমে যাত্রীদের কাছে সহজলভ্য হলেও এক পর্যায়ে বিপদজনক হয়ে দেখা দেয় এটি। বেপরোয়া ইজিবাইক প্রতিদিনই দুর্ঘটনা ঘটাচ্ছে। এতে বেশ কয়েকটি মর্মান্তিক মৃত্যুসহ হতাহতের ঘটনা ঘটেছে। যার ফলে নাগরিকরাও বিভিন্ন সময়ে বিপদজনক ইজিবাইক চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছেন।

তাছাড়া হাইকোর্টেও এসব ইজিবাইক চলাচল বন্ধে নির্দেশনা রয়েছে। এই নির্দেশনা মেনে রোববার থেকে শহরে ইজিবাইক চালানো বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

শনিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি সোহেল আহমদ ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার মিয়া।

জানা গেছে, অটো টেম্পু হিউম্যান হলার এই সুযোগে প্রায় ২০০ সিএনজি শহরে পাবলিক পরিবহন হিসেবে চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। ইজিবাইক বন্ধ নির্দেশের পাশাপাশি তারা আজ থেকে শহরে সিএনজি নামাবে বলে জানিয়েছে।

হঠাৎ ইজিবাইক বন্ধ হলে নাগরিকরা দুর্ভোগে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই তারা এই দুর্ভোগ থেকে রক্ষায় শহরে সিএনজি গাড়ি দিয়ে যাত্রী পরিবহনের দাবি জানিয়েছেন।

জেলা ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদ বলেন, হাইকোর্টের আদেশের প্রতি শ্রদ্ধা রেখে পৌরসভার এই নির্দেশনা মেনে আমরা আজ রোববার থেকে ইজিবাইক চালানো বন্ধের জন্য চালক ও মালিকদের অনুরোধ জানিয়েছি। এই আহ্বান না মানলে আইনগত ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.