Sylhet Today 24 PRINT

ছাতকে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ছাতক প্রতিনিধি |  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

ছাতকে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে গণসচেতনতা বৃদ্ধিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুর থেকে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সিলেট-সুনামগঞ্জ সড়কে চলাচলরত মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন তিনি। যেসব যানবাহনের সব কিছু সঠিক পেয়েছেন সেসব গাড়ির চালকদের সরকারের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা মিষ্টিমুখ করিয়েছেন এবং যেসব গাড়ির কাগজপত্র ত্রুটিযুক্ত তাদের কাগজপত্র দ্রুত সময়ের মধ্যে হালনাগাদ করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় মোটরসাইকেলসহ বেশ কয়েকটি যানবাহনকে জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানার এ কার্যক্রমকে এলাকার লোকজন সাধুবাদ জানিয়েছেন।

অভিযানকালে উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নূর মোহাম্মদ খান, জাউয়া উপসহকারী ভূমি কর্মকর্তা কামাল হোসেন, রেবুল কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.