Sylhet Today 24 PRINT

নাশকতার ৬ মামলায় বানিয়াচংয়ে বিএনপি-জামায়াতের ১৩১জনের বিরুদ্ধে চার্জশীট

বানিয়াচং প্রতিনিধি |  ১০ জুলাই, ২০১৫

বানিয়াচংয়ে ট্র্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ, ইউএনওর সরকারি গাড়ি ভাংচুর, ভুমি অফিসে আগুন, ফায়ার সার্ভিসে অগ্নিসংযোগসহ নাশকতার বিভিন্ন মামলায় বানিয়াচংয়ে বিএনপি-জামায়াতের ১৩১ জন নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতে ৬টি মামলার চার্জশীট দাখিল করেছে তদন্তকারী কর্মকর্তা।

চার্জশীট সুত্রে জানা যায়,আজমিরীগঞ্জ পৌরসভার প্রশাসক ও আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক,বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা ইকবার বাহার খান,বানিয়াচং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফরহাদ হোসেন বকুল,সহ-সভাপতি মুজিবুল হোসেন মারুফ,সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়াসহ বিএনপি-জামায়াতের অঙ্গসংঠনের ১৩১ জনের নামের অভিযোগ দেয়া হয়েছে।

জামায়াত নেতা ইকবাল বাহার খান, বিএনপি নেতা মারুফ, সাধারণ সম্পাদক বকুল ৩ টি ও সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া ৫ মামলার চার্জশিটভ্ক্তু আসামি।

এছাড়া যুবদল নেতা সালাউদ্দিন ফারুফ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন নিপ্পন,ছাত্রদল নেতা মোজাম্মিল হোসেন খানও কলেজ ছাত্রদল নেতা ইলিয়াছ মিয়ার নাম একাধিক চার্জশীটে রয়েছে।

সুত্র জানিয়েছে, ৬টির মধ্যে ২টির চার্জশীট আদালতে এখনো গৃহীত হয়নি।

প্রসঙ্গত, চলতি বছরের ২১ জানুয়ারি রাতে বানিয়াচং-হবিগঞ্জ সড়কের পাঁড়াগাও, ২৫ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি রাতে একই সড়কের ছিলাপাঞ্জা নামক স্থানে ৩টি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এতে চালকসহ ৬জন আহত হয়। ৪ ফেব্রয়ারি ভোরে ৫/৬নং ইউপি.ভুমি অফিসে, ২২ফেব্রুয়ারি ইউএনওর সরকারি গাড়ি ভাংচুর ও ২৬ ফেব্রয়ারি রাতে ৩নং ইউপি ভুমি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসব ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)এর ধারায় ৬টি মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলায় বিএনপি-জামায়াতের অনেক নেতাকর্মীরা কারাভোগ করে জামিনে আছেন। অনেকে আবার আত্মগোপনেও রয়েছেন।।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.