Sylhet Today 24 PRINT

মাধবপুর সীমান্তে ভারতীয় যুবক আটক

মাধবপুর প্রতিনিধি |  ২০ সেপ্টেম্বর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশের অভিযোগে দিলীপ সরকার (২৫) নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটক দিলীপ ভারতের বিশালগড় জেলার মাস্টার থানার আগরতলা উত্তর যোগন্ননগর এলাকার জগদীশ সরকারের ছেলে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার বিকালে দিলীপ সরকার অবৈধভাবে ১৯৮৪-ফোর-এস পিলার অতিক্রম করে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালোয়াবাদ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় ৫৫ বিজিবির রাজেন্দ্রপুর বিওপির নায়েক সুবেদার কাওছারের নেতৃত্বে একদল বিজিবি সদস্য তাকে আটক করেছে।

বিজিবির সুবেদার কাওছার আহমেদ বলেন, ‘আটক দিলীপ সরকাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আমি নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছি।’

এ ব্যাপারে মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, আটক ভারতীয় নাগরিক দিলীপ সরকারকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আজ বৃহস্পতিবার তাকে হবিগঞ্জ আদালতে হাজির করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.