Sylhet Today 24 PRINT

মাধবপুরে ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ, আটক

মাধবপুর প্রতিনিধি |  ২০ সেপ্টেম্বর, ২০১৮

অবৈধ অনুপ্রবেশের দায়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ সীমান্ত থেকে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

আটক যুবক পশ্চিম ত্রিপুরা জেলার পূর্ব আগরতলা থানার আগরতলা উত্তর যুগ্মনগর আরালিয়া গ্রামের জগদীশ সরকারের ছেলে দিলীপ সরকার (২৫)।

মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ কামরুজ্জামান জানান, বুধবার রাতে বিজিবির হাতে আটক ভারতীয় যুবককে নাগরিককে মাধবপুর থানায় হস্তান্তর করেছে।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, রাজেন্দ্রপুর বিওপির নায়েক সুবেদার কাওছারের নেতৃত্বে একদল বিজিবি সদস্য বুধবার দুপুরে টহল দেওয়ার সময় অবৈধ অনুপ্রবেশের দায়ের মাধবপুর উপজেলার জালুয়াবাদ সীমান্তের ১৯৮৪ ফোর এস পিলার অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করলে তাকে আটক করে।

এ সময় বিজিবির সদস্যরা তার কাছ থেকে ভারতীয় আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও ১৯৮৫ ভারতীয় রুপি ২৫২২ বাংলাদেশী টাকা জব্দ করে।

রাতে বিজিবি ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করে মামলা দায়ের করে। বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই নাঈমকে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.