Sylhet Today 24 PRINT

উন্নয়নবঞ্চিত মানুষের মন জয় করেছে আওয়ামী লীগ: এমপি রতন

জামালগঞ্জ প্রতিনিধি |  ২২ সেপ্টেম্বর, ২০১৮

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ভাটি লালপুর গ্রামে ৩০৪টি পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে ভাটি লালপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংসদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিস্ময়কর অর্থনৈতিক শক্তিশালী দেশ। উন্নয়ন দিয়েই উন্নয়নবঞ্চিত, অবহেলিত বাংলাদেশের মন জয় করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সবাইকে উন্নয়নের রাজনীতি করে দেশকে এগিয়ে নিতে হবে। আসুন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করুন। সব ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করুন।

তিনই আরও বলেন, আগামীতে নৌকা বিজয়ী হলে দেশের উন্নয়ন আরও হবে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাটি ও মানুষের কথা বলেন। এই সরকারের আমলে রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, বিদ্যুৎ-সৌর বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন তিনি। অবহেলিত ভাটি জনপদে ব্যাপক উন্নয়ন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। আগামীতে আরও উন্নয়ন হবে।

নবী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার মো. জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল সাত্তার, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত চৌধুরী, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী আশরাফুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র লাল তালুকদার পিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান পিন্টু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.