Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে চা-বাগানে মস্তকবিহীন নারীর লাশ

কমলগঞ্জ প্রতিনিধি |  ২২ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধলই চা-বাগানের একটি প্লান্টেশন এলাকা থেকে মস্তকবিহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চা শ্রমিকরা মস্তকবিহীন নারীর লাশ দেখে থানা কর্তৃপক্ষকে অবহিত করলে বিকাল সাড়ে ৪টায় পুলিশ লাশটি উদ্ধার করে।

শনিবার দুপুরে ধলই চা-বাগানের ১নং সেকশনে (প্লান্টেশন এলাকা) নারী চা শ্রমিকরা চা পাতা উত্তোলন করতে গিয়ে মস্তকবিহীন এক নারীর লাশ পড়ে থাকতে দেখে প্রথমে চা-বাগানের ব্যবস্থাপককে জানান। চা-বাগান কর্তৃপক্ষের মাধ্যমে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাটি জেনে দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল তৈরি লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত মস্তকবিহীন নারীর বয়স আনুমানিক ২৫-২৬ বছর।

কমলগঞ্জ থানার এসআই ফরিদ উদ্দীন বলেন, লাশের পাশের উদ্ধারকৃত কিছু আলামত ও সুরতহালে ধারণা করা যায়, তাকে গণধর্ষণের পর গলা কেটে হত্যা করে ফেলে রাখা হয়।

এসআই ফরিদ আরও জানান, ধলই চা-বাগানে খোঁজ নিয়েও লাশের পরিচয় জানা যায়নি। এতে ধারণা করা যায় অন্য কোন স্থান থেকে ধরে এনে এ নারীকে ধর্ষণের পর এখানে ফেলে রাখা হয়েছে। ঘটনাস্থলে কনডম ও যৌন উত্তেজক ঔষধের লেভেল পাওয়া গেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় ধলই চা-বাগানের শ্রমিকদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.