Sylhet Today 24 PRINT

‘মানবতার কল্যাণে সাংবাদিকদের কলম শক্তিশালী’

সিলেটভিউ\'র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০১৮

অনলাইন সংবাদমাধ্যম সিলেটভিউ২৪ডটকম’র প্রতিনিধি সম্মেলন-২০১৮ সম্পন্ন হয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে এই প্রতিনিধি সম্মেলন সম্পন্ন হয়। প্রতিনিধি সম্মেলনে সিলেট বিভাগের চারটি জেলা, বিভিন্ন উপজেলা ও থানা এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেলের সভাপতিত্বে দুটি অধিবেশনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে সম্মানিত অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন এনডিসি, পিএসসি (অব.) ও সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী।

দ্বিতীয় অধিবেশনে সম্মানিত অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর পুলিশের উপ-কমিশনার ফয়সল মাহমুদ ও সিসিকের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

নিজের বক্তব্যে মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন বলেন, ‘মা, মাটি, মানুষ ও দেশ এই চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে সাংবাদিকদের কাজ করতে হবে। আমাদের দেশের অনেক সীমাবদ্ধতা থাকা সত্তে¡ও এই দেশকে নিয়ে আমরা গর্ব করি। সীমাবদ্ধতা সত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার পথে সাংবাদিকরা হচ্ছেন অগ্রসেনানী।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যম হচ্ছে চতুর্থ স্তম্ভ। গণমাধ্যম ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা শক্ত ভিত পায় না। হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে। গঠনমূলক, দায়িত্বশীল ও দেশের জন্য ভালো এমন সাংবাদিকতা করতে হবে। অন্যায়, অনৈতিক পথে পা দেয়া যাবে না। সৎ পথের উপার্জনে শান্তি বেশি। মানবতার কল্যাণের জন্য সাংবাদিকদের কলম অনেক শক্তিশালী। সিলেটের প্রত্যন্ত অঞ্চলে অনেক কুসংস্কার আছে, অনেক নোংরামি, অন্ধকার আছে। এগুলো দূর করতে সাংবাদিকদের কাজ করতে হবে।’

আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদের জন্য সিলেটভিউ২৪ডটকম সবার কাছে সমাদৃত। মুক্তিযুদ্ধের স্বপক্ষের এই অনলাইন সংবাদমাধ্যমে কাউকে হেয়প্রতিপন্ন করে সংবাদ প্রকাশ করে না। আমি নিজেকে সিলেটভিউ পরিবারের সদস্য মনে করি। সিলেটভিউয়ের সাথে ছিলাম, আছি, থাকবো।’

তিনি সিলেটভিউ২৪ডটকম’র সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘একসময় আমেরিকার হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন। এখন আমেরিকার প্রেসিডেন্ট উন্নয়ন দেখতে বাংলাদেশে যাওয়ার কথা বলেন। বাংলাদেশের এই অগ্রযাত্রার খবর তুলে ধরতে হবে।’

অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী বলেন, ‘সাংবাদিকতা পেশায় সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। তবে আমাদের মধ্যে পরিশ্রম করার মানসিকতা কম। ডেডিকেশন না থাকে তবে এই পেশা ছেড়ে দেয়াই ভালো।’ তিনি সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন। পুলিশ কর্মকর্তা ফয়সল মাহমুদ বলেন, ‘সাংবাদিক ও পুলিশের মধ্যে মিল আছে। কোনো ঘটনা ঘটলেই যেমন সাংবাদিকদের সংবাদের পেছনে ছুটতে হয়, তেমনি পুলিশ সদস্যদেরও ঘটনার পেছনে দৌড়াতে হয়। পুলিশ, সাংবাদিক কারোরই কাজের নির্দিষ্ট সময়সীমা নেই।’

কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, ‘সিলেটভিউ পড়লে আর কোনো পত্রিকা, নিউজ পোর্টাল পড়তে হয় না। সব খবর এখানেই পাওয়া যায়। কোনো সমস্যা নিয়ে সিলেটভিউয়ে সংবাদ প্রকাশিত হলে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।’

প্রতিনিধি সম্মেলনে প্রতিনিধিদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সম্পাদক ও প্রকাশক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল।

সিলেটভিউ২৪ডটকম’র সহ-সম্পাদক পিংকু ধরের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে নিউজ ইনচার্জ ইমরান আহমদ, জ্যেষ্ঠ প্রতিবেদক মিসবাহ উদ্দীন আহমদ, ঢাকা অফিসের ইনচার্জ খলিলুর রহমান স্টালিন, জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল ইসলাম কামাল, নিজস্ব প্রতিবেদক আব্দুল আহাদ, সুব্রত দাস, দিব্য জ্যোতি সী, শাকিল জামান, নিজস্ব আলোকচিত্রী শাহীন আহমদ, আনোয়ার হোসেন, মেহেদি হাসান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে মৌলভীবাজারের বড়লেখা প্রতিনিধি এ জে লাভলুকে বড়লেখায় নিজস্ব প্রতিবেদক হিসেবে পদোন্নতি দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.