Sylhet Today 24 PRINT

ভোররাতে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১১ জুলাই, ২০১৫

ভোররাতে অভিযান চালিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও প্রাইভেট কারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

শনিবার (১১ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায় র‌্যাব।

স্থানীয় ও র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার ভোর রাত সময় তখন আনুমানিক ৪টা। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল মেজর আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে দোয়ারাবাজার থানাধীন মান্নারগাঁও ইউনিয়নের দূর্গাপুর গ্রামে অভিযান চালায়।

সেখানে মিতালী পাবলিক স্কুলের সামনের রাস্তা থেকে মাদক বহনকারী একটি টয়োটা প্রাইভাট কার ও ৪৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এসময় শিবলু মিয়া(২৩) নামের এক যুববকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

আটককৃত শিবলু মিয়া জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউপির নোয়াগাও গ্রামের মৃত লালু মিয়ার ছেলে।

এ ব্যাপারে র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতেই ভোররাতে প্রচুর বিদেশি মদ প্রাইভেট কার সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.