Sylhet Today 24 PRINT

অগ্রগামী স্কুলে গণিত প্রতিযোগিতা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৮

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে তৃতীয় গণিত কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) স্কুল হলরুমে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলু পুরকায়স্থ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম.সি কলেজ গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।

এসময় তিনি বলেন, বর্তমানে বিজ্ঞানের প্রতি ছাত্রছাত্রীদের অনীহা দেখা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়সমূহে বিজ্ঞান অনুষদের আসন অনেক সময় ফাঁকা থাকে। এর একমাত্র কারণ হচ্ছে শিক্ষার্থীরা গণিতকে ভয় পায়। তাই গণিত শিক্ষার ওপর জোর দিতে হবে। কারণ বিজ্ঞানের উন্নতি সাধনে গণিত শিক্ষার বিকল্প নেই।

সানজিদা ইসলাম শায়লা ও হুমায়রা হোসেন আদিবার সঞ্চালনায় বক্তব্য রাখেন- সহকারী প্রধান শিক্ষক মমতাজ বেগম, নুছরত হক, অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেপুর চন্দ পাল, কমিটির সদস্য শাহ মো. আখতারুজ্জামান, রাফিজা খানম, আলী মতুর্জা, তরুণ কান্তি সরকার, শহীদুল আলম, সুপ্রতিম রায়।

আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে বিশেষ অতিথি এম.সি কলেজ গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.