Sylhet Today 24 PRINT

তাহিরপুরে অর্ধলক্ষাধিক টাকার কোনাজাল আগুনে পুড়িয়ে ধ্বংস

তাহিরপুর প্রতিনিধি |  ২৪ সেপ্টেম্বর, ২০১৮

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি বড় কোনা জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস উপজেলা মৎস্য অফিস। ওই জালের মূল্য অর্ধলক্ষাধিক টাকা।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদর ইউনিয়নের জামালগড় গ্রামের পাশে মাটিয়ান হাওরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন নেতৃত্বে তাহিরপুর থানা পুলিশের সহযোগিতার অভিযান চালিয়ে একটি বড় কোনা জাল জব্দ করা হয়।

এ সময় জেলেরা পালিয়ে যায়। পরে জব্দকৃত কোনা জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে আগুনে পুড়ানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, তাহিরপুর থানার কনস্টেবল নির্মল, নুরুলসহ স্থানীয় লোকজন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, এই উপজেলায় আমি নতুন এসেছি। এই উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় এই অভিযান চলবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.