Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারের শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা রফিজ ও শিক্ষক নাজিম

বড়লেখা প্রতিনিধি |  ২৫ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজার জেলায় প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিয়া ও জেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন বড়লেখা উপজেলার মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজিম উদ্দিন।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ উপলক্ষে গত বুধবার (১৯ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জেলার মধ্যে শ্রেষ্ঠ হিসেবে এই দুইজনের নাম ঘোষণা করা হয়েছে।

শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিয়া বড়লেখা উপজেলায় গত ২৭ মার্চ যোগদান করেন। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়।

অপরদিকে মুহাম্মদ নাজিম উদ্দিনের বাড়ি বড়লেখা পৌরসভার গাজিটেকা গ্রামে। শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখি, খেলাধুলা, রক্তদান ও স্কাউটিংয়ের সাথে জড়িত রয়েছেন।

উল্লেখ্য, এর আগে একই বছরের ১৩ সেপ্টেম্বর নাজিম উদ্দিন বড়লেখা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.