Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে চা-শ্রমিকের বাড়িতে অগ্নিকাণ্ড, ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৫ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগুনে পুড়ে এক চা-শ্রমিকের বাড়ির আসবাবপত্র ও ধানসহ প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সাতগাঁও ইউনিয়নের ছনখলা চা-বাগান এলাকার সাবেক চা শ্রমিক পঞ্চায়েত সভাপতি হরিলাল কুর্মীর বাড়িতে এই ঘটনাটি ঘটে।

হরিলাল কুর্মী জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে মানুষের মুখে তার বাড়িতে আগুন লাগার খবর শুনে বাড়িতে এসে দেখেন আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে এলেও টিনের চালার দুটি ঘরের ভিতরের সব আসবাবপত্র ও প্রায় ২ লক্ষাধিক টাকার ধান পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস শ্রীমঙ্গল স্টেশনের দলনেতা স্বপন লাল চক্রবর্তী বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা ধারনা করছি।

এ বিষয়ে শ্রীমঙ্গল সাতগাঁও ইউপি চেয়ারম্যান মিলন শীল বলেন, এই ঘটনায় সাতগাঁও ইউনিয়ন পরিষদ ও চা-বাগানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে পুড়ে চা-শ্রমিক পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে যতটুকু সহযোগিতা করা যায় আমরা সব করবো এবং বাগান কর্তৃপক্ষও তাদের সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.