Sylhet Today 24 PRINT

সাংসদের মনোনয়ন ঠেকাতে এক মঞ্চে আ.লীগের ৪ মনোনয়ন প্রত্যাশী

সুনামগঞ্জ-১ আসন

জামালগঞ্জ প্রতিনিধি |  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের মনোনয়ন ঠেকাতে আওয়ামী লীগের চার মনোনয়ন প্রত্যাশী এক হয়ে মাঠে নেমেছেন। তারা হলেন- সৈয়দ রফিকুল হক সোহেল, বিনয় ভূষন তালুকদার ভানু, রফিকুল ইসলাম চৌধুরী ও রেজাউল করিম শামীম।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তোফাজ্জল হোসেন ছানু, সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু।

বিকালে সুখাইড়, রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামের সভাপতিত্বে এক জনসভা অনুষ্ঠিত হয়।

দুটি জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও মনোনয়ন প্রত্যাশী রফিকুল হক সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম সচিব বিনয় ভূষন তালুকদার ভানু, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম শামীম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলমগীর কবীর, উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি এমআর খান, সাধারণ সম্পাদক এডভোকেট ইকরাম হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত করিব, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইউদিন আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা সুজাদ হোসেন, জাকির হোসেন প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ রফিকুল হক সোহেল বলেন, বর্তমান সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের কোন আস্থা নেই। বর্তমান সাংসদের কর্মকাণ্ডে নেতাকর্মীরা অসন্তুষ্ট। ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ এই তিন উপজেলা অর্থাৎ সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচনে নতুন প্রার্থী দেখতে চায়।

অন্যান্য বক্তারাও আগামী সংসদ নির্বাচনে প্রার্থী পরিবর্তনের বিষয়টি তুলে ধরেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.