Sylhet Today 24 PRINT

‘মনিপুরীদের ঢালাওভাবে পাকিস্তানপন্থী আখ্যায়িত করা দু:খজনক’

কমলগঞ্জে মনিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সংবাদ সম্মেলন

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৯ অক্টোবর, ২০১৮

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ‘এ ব্রোকেন ড্রিম’ গ্রন্থে মনিপুরী মুসলিম সম্পর্কে 'ভুল, আপত্তিকর ও বিভ্রান্তিকর তথ্য' উপস্থাপনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মনিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডো)।

মঙ্গলবার (৯ অক্টোবর) বিকাল ৫টায় আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মনিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডো) এর সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার লিখিত ‘এ ব্রোকেন ড্রিম’ নামক গ্রন্থের প্রথম অধ্যায়ে 'আরলি লাইফ' শিরোনামে মনিপুরিদের বিরুদ্ধে কিছু দুরভিসন্ধিমূলক মিথ্যা অভিযোগ এনেছেন- যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, ষড়যন্ত্রমূলক। তাঁর অসত্য, আপত্তিকর, বিভ্রান্তিকর, রাজনৈতিক দুরভিসন্ধিমূলক বইটি সম্পূর্ণ নিষিদ্ধ এবং লেখকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই। পাশাপাশি দেশপ্রেমিক সচেতন নাগরিকদেরকে বিভ্রান্ত না হতে এবং সত্য উন্মোচন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডো) এর ভারপ্রাপ্ত সভাপতি কাজী খায়রুজ্জামান, বামডোর উপদেষ্টা লেখক আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা আং হামিদ, বাংলাদেশ মনিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি মো. আব্দুল মতিন, মনিপুরী মুসলিম টিচার্স ফোরামের সভাপতি মো. খুরশেদ আলী, সাধারণ সম্পাদক সাহাজ উদ্দিন, সমাজসেবক হাজী আং ওয়াহিদ, বামডোর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রানা, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ শফিকুর রহমান, বাংলাদেশ মনিপুরী মুসলিম ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো. কামরুজ্জামান, স্থানীয় আওয়ামী লীগ নেতা এস.এম রেজাউদ্দিন রাজু, যুবলীগ নেতা কামাল উদ্দিন প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বহুল আলোচিত ‘এ ব্রোকেন ড্রিম’ বইয়ে মনিপুরী মুসলিম সম্প্রদায়কে পাকিস্তানপন্থী’ হিসেবে উল্লেখ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনসহ বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে বাংলাদেশের মুসলিম মনিপুরীরা। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মুসলিম মনিপুরীদের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। মাতৃভূমির প্রতি ভালোবাসার অকৃত্রিম টানে অনেক মনিপুরী যুবক জীবনবাজি রেখে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, উৎসর্গ করেছেন নিজেদের জীবন। অথচ সাবেক প্রধান বিচারপতি তাঁর স্বপ্নভঙ্গের বইতে মনিপুরীদের ঢালাওভাবে পাকিস্তানপন্থী হিসেবে আখ্যায়িত করেছে যা খুবই দুঃখজনক।’

বক্তারা অবিলম্বে এ বই থেকে মুসলিম মনিপুরীদের সম্পর্কে অপমানজনক বক্তব্য প্রত্যাহার করার পাশাপাশি বইটি সম্পূর্ণ নিষিদ্ধ এবং লেখকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.