Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ট্রাক চালককে এমপির থাপ্পড়, প্রতিবাদে ঝাড়ু মিছিল

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০১৮

সিলেটের বিশ্বনাথে স্থানীয় সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার বিরুদ্ধে এক পরিবহন শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠেছে। লাঞ্ছিতের প্রতিবাদে সাংসদের বিরুদ্ধে উপজেলা শহরে ঝাড়ু মিছিল করেছে পরিবহন শ্রমিকরা।

জানা যায়, শনিবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে একটি ট্রাক (ঢাকামেট্রো-ট-১৬-৫৬৫৬) রাজনগর মোল্লারগাঁও গ্রামের প্রবাসী ইসলাম উদ্দিনের বাড়ির মালামাল নিয়ে যাচ্ছিলেন চালক কামরান আহমদ (৩০)। ওই রাস্তা দিয়ে এমপি তার গাড়ি নিয়ে যাওয়ার সময় বিশ্বনাথ-পোনাউল্লা বাজার সড়কে ট্রাকটি দাঁড়িয়ে থাকতে দেখেন। এতে ক্ষুব্ধ হয়ে সাংসদ এহিয়া নিজের গাড়ি থেকে নেমে ট্রাক চালক কামরান আহমদকে থাপ্পড় মারেন।

এঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৮টায় পরিবহন শ্রমিক নেতারা উপজেলা সদরে ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর দক্ষিণপাশে গিয়ে পথসভায় মিলিত হয়।

সভায় আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, এমপি এহিয়া চৌধুরী নিঃশর্ত ক্ষমা না চাইলে আগামিতে কঠিন আন্দোলনের ডাক দেয়া হবে।

এসময় সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা ময়না মিয়া ও হাবিবুর রহমান।

এমপি এহিয়া চৌধুরী থাপ্পড় মারার বিষয়টি স্বীকার করে বলেন, এই রাস্তা দিয়ে ৩ টনের অধিক মালামাল নিয়ে যানবাহন চলাচল আইনত দণ্ডনীয় অপরাধ। তাই আমি প্রতিবাদ করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.