Sylhet Today 24 PRINT

দুর্গাপূজাকে ঘিরে শ্রীমঙ্গলের ঢাকীপাড়ায় ব্যস্ততা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৪ অক্টোবর, ২০১৮

দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। আর ঢোল-তবলা ছাড়া দুর্গাপূজা কেমন যেন বেমানানই মনে হয়। তাই দুর্গোৎসবের ঢোল বাজনা অপরিহার্য অংশ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঢাকীপাড়ার ঢাকীরাও ঢোলের তালে তালে উৎসবে মেতে উঠেছেন।

পূজার বাকি আর মাত্র এক দিন। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন তারা। শহরের সাগরদীঘি রোডে ঢুকতেই ভেসে আসে ঢাক-ঢোলের ডুম-ডাম, টুন-টান শব্দ। আর এ শব্দে সকাল থেকে রাত অবধি সরগরম থাকছে সড়কটি। দুর্গাপূজাকে সামনে রেখেই তাদের এ ব্যস্ততা।

আর মাত্র একদিন পরেই শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। দেবী মা দুর্গার আগমনীতে ঢাক-ঢোল না বাজলে এর পূর্ণতা কোথায়? আর সে পূর্ণতা আনতে বিভিন্ন পূজামণ্ডপে ডাক পড়েছে শ্রীমঙ্গলের ঢাকীদের।

সাগরদিঘী রোডের কয়েকটি ঢাকের দোকানে ভেতরে যেতেই দেখা গেল, সব লোকজন ঢাক-ঢোল নিয়েই ব্যস্ত। কেউ পুরনোগুলো মেরামতে, কেউ বা আবার নতুন ঢাক-ঢোল তৈরিতে। সবাই সেরে নিচ্ছেন তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি।

পূজায় ঢাক বাজাতে তারা যাবেন জেলার বিভিন্ন স্থানে। তাই পুরো ঢাকীপাড়াজুড়েই যেন ব্যস্ততা।

ঢাকীপাড়ার ঢুলি সহদেব ঋষি জানান, নানা কারণে ঢুলিদের (ঢোল বাদক) সংখ্যা কমে গেছে। তবে এখনো ওই পাড়ার ১০-১২টি পরিবার এ পেশার সঙ্গে জড়িত। শ্রীমঙ্গলের সবগুলো পূজামণ্ডপ ছাড়াও কুলাউড়া, সিলেট, নোয়াখালী, লাকসামসহ বিভিন্ন এলাকার দুর্গাপূজায় এ পাড়ার বাদকদের ডাক পড়ে। ফলে পূজার এ সময়টাতে তাদের ব্যস্ততা একটু বেড়েই যায়।

পাশের দোকানের সুবল ঋষি দাস নামে আরেক ঢুলি জানান, পুরনো সব বাদ্যযন্ত্রগুলো মেরামতের পাশাপাশি এ সময় নতুন নতুন ঢোল তৈরি করতে হয়। সেগুলো আবার বাজিয়ে চর্চা করে নিতে হয়।

দুর্গাপূজার সময়টাতে তাদের কদর একটু বেশি। এ সময় জায়গা বিশেষে ১৫ থেকে ২৫ হাজার টাকা বায়নায় বিভিন্ন এলাকায় ডাক পাওয়া যায়।

শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন রায় সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের তুলনায় ঢুলির সংখ্যা এখন অনেক কমে গেছে। তাই তাদেরকে অগ্রিম টাকা দিয়ে চুক্তি করতে হয়।

পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুশীল শীল জানান, এ বছর শ্রীমঙ্গল উপজেলায় ১৬৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে। আগামী ১৫ অক্টোবর সোমবার ষষ্ঠী পূজার মাধ্যমে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.