Sylhet Today 24 PRINT

বড়লেখায় কৃষকদের মধ্যে ধান কাটার মেশিন বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ১৬ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে রিপার (ধান কাটা মেশিন) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে এ মেশিন তুলে দেন।

সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় এসব রিপার বিতরণ করা হয়। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১১টি কৃষক দলকে এগুলো প্রধান করা হয়।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, কৃষি কর্মকর্তা দেবল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.